Song info :
- Song : Lajuk Hashi Song ( লাজুক হাসি সং )
- Singer : Tawhid Afridi
- Cast : Tawhid Afridi & Raisa
- Rap : Tawhid Afridi
- Lyrics : Sajeeb Bhuiyan
- Tune & Music : Adib Kabir
- Directed & Edited : Peal Arafat
Lajuk Hashi Bangla New Eid Song lyrics By Tawhid Afridi :
তোকে তোকে দেখে প্রথমবার
এই মন তো নাই আমার,
ছুটে চলে তোর পিছু পিছু
কোন কথা শোনে না আর।
তোকে তোকে দেখে প্রথমবার
এই মন তো নাই আমার,
ছুটে চলে তোর পিছু পিছু
কোন কথা শোনে না আর।
মেয়ে একটু কাছে আয়না
লুকচুরি আর সয়না।
তোর লুকে হয়েছে ফিদা
মন তো আর মানে না।
মেয়ে একটু কাছে আয়না
লুকচুরি আর সয়না।
তোর লুকে হয়েছে ফিদা
মন তো আর মানে না।
লাগে লাগে বুকে লাগে,
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে।
লাগে লাগে বুকে লাগে
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি,
ভালোবাসি ভালোবাসি রে।
আমি পাগল পারা তোমার পিছু ঘুরি,
তোমার ঠোঁটের ইশারায় আমি ঘুরি।
আমি ঘুরে বেড়াই তোমার পিছু পিছু,
এই মেয়ে একটা কথা বলি,
তোমার পিছে ছুটে চলে আমি অলিগলি।
আমার না বলা কথাগুলো জমায় রাখি
কাছে এসো কানে কানে বলি,
আমি যে কত ভালবাসি।
লাগে লাগে বুকে লাগে,
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে।
লাগে লাগে বুকে লাগে,
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে ।
ভালোবাসি ভালোবাসি রে ।
ভালোবাসি ভালোবাসি রে।
<<——————–>>
সমাপ্তি