Lajuk Hashi Bangla New Eid Song lyrics By Tawhid Afridi | Bangla New Eid Song 2020

Lajuk Hashi Bangla New Eid 2020 Song By Tawhid Afridi. ( লাজুক হাসি সং শিল্পী তৌহিদ আফ্রিদি ) Lajuk Hashi Eid New Bangla Rap Song By Tawhid Afridi. Lajuk Hashi Song Cast By Tawhid Afridi and Raisa. Lajuk Hashi Song Lyrics By Sajeeb Bhuiyan. Tune and Music By AdibKabir. Directed By Peal

Song info :

  • Song : Lajuk Hashi Song ( লাজুক হাসি সং )
  • Singer : Tawhid Afridi
  • Cast : Tawhid Afridi & Raisa
  • Rap : Tawhid Afridi
  • Lyrics : Sajeeb Bhuiyan
  • Tune & Music : Adib Kabir
  • Directed & Edited : Peal Arafat

Lajuk Hashi Bangla New Eid Song lyrics By Tawhid Afridi :

তোকে তোকে দেখে প্রথমবার
এই মন তো নাই আমার,
ছুটে চলে তোর পিছু পিছু
কোন কথা শোনে না আর।

তোকে তোকে দেখে প্রথমবার
এই মন তো নাই আমার,
ছুটে চলে তোর পিছু পিছু
কোন কথা শোনে না আর।

মেয়ে একটু কাছে আয়না
লুকচুরি আর সয়না।
তোর লুকে হয়েছে ফিদা
মন তো আর মানে না।

মেয়ে একটু কাছে আয়না
লুকচুরি আর সয়না।
তোর লুকে হয়েছে ফিদা
মন তো আর মানে না।

লাগে লাগে বুকে লাগে,
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে।

লাগে লাগে বুকে লাগে
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি,
ভালোবাসি ভালোবাসি রে।

আমি পাগল পারা তোমার পিছু ঘুরি,
তোমার ঠোঁটের ইশারায় আমি ঘুরি।
আমি ঘুরে বেড়াই তোমার পিছু পিছু,

এই মেয়ে একটা কথা বলি,
তোমার পিছে ছুটে চলে আমি অলিগলি।
আমার না বলা কথাগুলো জমায় রাখি
কাছে এসো কানে কানে বলি,
আমি যে কত ভালবাসি।

লাগে লাগে বুকে লাগে,
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে।

লাগে লাগে বুকে লাগে,
আর চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে ।

ভালোবাসি ভালোবাসি রে ।
ভালোবাসি ভালোবাসি রে।

<<——————–>>
সমাপ্তি

Previous articleBhalo Thakbo Se Ki Hoy Lyrics DK Debasmita
Next articleGhorgari Lyrics || By Highway
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.