Ghorgari Lyrics ( ঘোরগাড়ি ) Lyrics By Highway:
- Song: Ghorgari
- Artist: Highway
- Album: Train Poka
- Band Members: Nadvi, Ishmam, Eather, Samuel
Ghorgari Lyrics By Highway In Bengali:
চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী,
আমার চোখে চলে ঘোরগাড়ি
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে ।
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবি
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবি ।
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার ।
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরো খেলায়
বুইঝাও আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায় ।
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখাযায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি।
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ার ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায়, নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে ।