Ma Song Is Sung by Babna Karim And Produced, Arranged and Performed by Warfaze Band. Video Edit and Animation by Tunan. Ma Lyrics In Bengali Written by Nayeem Gahar.
- Song : Ma
- Performed by : Warfaze
- Tune and voice : Babna Karim
- Lyrics : Nayeem Gahar
- Audio Engineering : Samir Hafiz
- Label : Loyy Records
Ma Song Video :
Ma Song Lyrics In Bengali :
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে,
শূণ্য বুকের এই দীর্ঘ নিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে।
আমার মায়ের হাতের ছোঁয়ায়
সাজানো কত বাগান ছিলো,
সেই রাতে এক হিংস্র হায়েনা
এলোমেলো করে দিল।
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে,
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে।
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে।।
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে,
একটি মায়ের লাখো সন্তান
খুন হলো দলে দলে।
রাতের রক্ত দিনের আলোয়
বিদ্রোহ হয়ে জেগে ওঠে,
স্বাধীনতা নামের রক্ত সূর্য
আমার মায়ের আঁচল ছায়।
তবুও মায়ের এই সজল নয়ন
উদাস হয় উদয়াচলে,
তবুও মায়ের এই সজল নয়ন
উদাস হয় উদয়াচলে।
আমার মায়ের নির্ঘুম রাত
একা একা কথা বলে,
শূণ্য বুকের এই দীর্ঘ নিঃশ্বাস
রাতের তারায় প্রদীপ জ্বলে।।
মা গানের লিরিক্স – ওয়ারফেজ ব্যান্ড :
Amar maayer nirghum raat
Eka eka kotha bole
Shunno buker ei dirgho nishwash
Raater taray pradeep jwole
Amar maa er haater choway
Sajano koto bagan chilo
Sei raate ek hingshro haayna
Elomelo kore dilo
Ekti maaer lakho sontan
Khun holo dole dole
Raater rokto diner aaloy
Bidroho hoye jege othey
Swadhinota naamer rokto surjo
Amar maaer achol chaay
Tobuo maayer ei sojol noyon
Udas hoy udoyachole
Amar maa er nirghum raat
Eka eka kotha bole