Maa Go Bhabna Keno Song is Sung by Hemanta Mukherjee And Cover Version Song Is Sung by Srikanto Acharya. This Bengali Patriotic Song Maa Go Vabna Keno Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder.
- Song : Maa Go Bhabna Keno
- Singer : Hemanta Mukhopadhyay
- Lyricist : Gauriprasanna Mazumder
- Label : Saregama India Ltd
Maa Go Bhabna Keno Song Lyrics In Bengali :
মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
আমরা হারবোনা হারবোনা,
তোমার মাটি একটি কণাও ছাড়বোনা,
আমরা হারবনা, হারবনা,
তোমার মাটি একটি কণাও ছাড়বনা,
আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।
আমরা পরাজয় মানবোনা
দুর্বলতায় বাঁচতে শুধু জানবোনা,
আমরা পরাজয় মানবনা
দুর্বলতায় বাঁচতে শুধু জানবনা,
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।
মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।
আমরা আপমান সইবোনা
ভীরুর মত ঘরের কোণে রইবোনা,
আমরা আপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা,
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।
মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।