Chokhe Chokhe Eto Kotha Song is Sung by Shaan And Shreya Ghoshal from Mon Mane Na Bengali Movie. Starring: Dev and Koel Mallick. Music composed by Jeet Ganguly And Song Lyrics In Bengali Written by Gautam Sushmit.
- Song : Chokhe Chokhe
- Film : Mon Mane Na
- Singer : Shaan and Shreya Ghoshal
- Music: Jeet Gannguli
- Lyrics : Gautam Sushmit
- Director : Sujit Guha
- Presenter : Nispal Singh
- Produced by : Surinder Films Pvt. Ltd.
Chokhe Chokhe Eto Kotha Song Lyrics In Bengali :
চোখে চোখে এত কথা
মুখে কেন বলো না,
এত আশা তবু ভাষা
মন কেন পেলো না,
একি খেলা বলো না
কেন কর তুমি বলো
ছলনা.. বলোনা, বলোনা।।
আলো ছায়ায়, এ নিরালায়
এমন মায়াবি রাত জেগে,
ছোট ছোট স্বপ্নেরা
এতো খুশি হয়নি আগে,
এই মধু রাতে, কেন কাছে পেতে
মন চায় তোমাকে ..
বল না, বল না, বল না।।
কিছু আশা ভালোবাসা
মনে মনে হাত বাড়িয়ে,
বলে এসো ধীরে ধীরে
আজকে সীমানা ছাড়িয়ে,
এই মন বলে, সব কিছু ভুলে
চায় না কী কাছে আশা..
বলো না, বলো না, বলো না।।
চোখে চোখে এত কথা
মুখে কেন বলো না,
এত আশা তবু ভাষা
মন কেন পেলো না,
একি খেলা বলো না
কেন কর তুমি বলো
ছলোনা.. বলোনা, বলোনা।।