Bhebe Bolna Tui Song is Sung by Mahtim Shakib Bengali Song. Music Composed by And Vebe Bolna Tui Valobasish Kina Lyrics In Bengali Written by Ahmed Razeeb.
Bhebe Bolna Tui Song Lyrics Info:
- Song : Bhebe Bolna Tui
- Singer : Mahtim Shakib
- Lyric, Tune & Music : Ahmed Razeeb
- Direction : Soumitra Ghose Emon
- DOP : Kawsar Ahmed
- Post : Rain Drops
- Label : Soundtek
Bhebe Bolna Tui Song Lyrics In Bengali :
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখনা তুই ভালোআছিস কিনা।
চাইছে মন তোর আলোতে
হাঁটবে পুরোটা পথ,
ভাঙ্গবোনা জেনে রাখিস
ভালোবাসার শপথ।
শোননা তুই মনের কথা
নয়তো কল্পনা,
বাঁচবোনা না তুই ছাড়া
মিথ্যে গল্প না ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কি না?
ভেবে দেখনা তুই ভালোআছিস কি না।
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বল না তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখ না তুই ভালোআছিস কিনা।