Makhi Roddur Lyrics – Subhamita Banerjee

Makhi Roddur Song Is Sung by Subhamita Banerjee Bengali Song. Music Composed by And Song Lyrics In Bengali Written by Ayan Kumar Nath. Song Recording Mixing And Mastering by Goutam Basu.
  • Song : Makhi Roddur
  • Vocal : Subhamita Banerjee
  • Lyricist & Music Composer : Ayan Kumar Nath
  • Music Producer : Shamik Chakravarty
  • Dop : Subhadeep Bag
  • Edit : Hiranmay Biswas
  • Label : Asha Audio

Makhi Roddur Song Lyrics In Bengali :

ভেসে যায় আজ সোহাগী চাঁদ
আশমানি বোবা মেঘ,
তারাখসে অবকাশে
ডানা পেয়েছে আবেগ,
কিছু রোদ্দুর, কিছু মেঘলা
কিছু আবছা মনে হয়,
কিছু হয়তো ভুল নয়তো
তারা গুনছি অসময়।
আমি টুপটাপ ঝরি চুপচাপ
মুড়ে শীতঘুম পাহারায়,
আকাশের গায়ে খোলা জানলায়
মাখি রোদ্দুর অবেলায়।
কিছু ভুলচুক আঙুলের বুক
নেশা বইছে বাতাসে,
কিছু মিথ্যে তবু জিততে
শুধু তুই নেই আপোষে।
তোর রন্ধ্রে কেনা গন্ধে
আমি মুগ্ধ আজীবন,
তোর ওষ্ঠে বড় কষ্টে
ঝরে পড়ছি কিছুক্ষন।।
ধরেছি গান খোলা ময়দান
কোষে লাগামে শহর,
আমি দূর্বায় সোনা বাংলায়
জানি তুই রাখিস খবর।
মিশে যাবো আলাদিনে
পাহাড়ের গায় ঝর্ণায়,
আমি দলছুট আমি বিদ্যুৎ
আমি ক্লান্তি মোহনায়।
আমি টুপটাপ ঝরি চুপচাপ
মুড়ে শীতঘুম পাহারায়,
আকাশের গায়ে খোলা জানলায়
মাখি রোদ্দুর অবেলায়।
কিছু ভুলচুক আঙুলের বুক
নেশা বইছে বাতাসে,
কিছু মিথ্যে তবু জিততে
শুধু তুই নেই আপোষে।
ক্লাসকেটে কেটেছি ছক
হয়ে ঘূর্ণি বারোমাস,
নখে চাঁদ তার চোখে রোশনাই
তবু বৃষ্টি ছুঁতে চাই।
যদি নাও চাস ফিরে অসবোই
চেনা ধানসিঁড়িটি তে,
পকেটের ফাঁক শূন্য থাক
মুঠো ভরে থাক প্রেমে।
Previous articleBharoto Bhagyo Bidhata Lyrics – Rajkahini Bengali Movie 2015
Next articleKi Naamey Daaki Lyrics -Cheeni | Subhamita Banerjee
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.