Marichika Rabindra Sangeet Sung by Lopamudra Mitra. Rabindranath Tagore’s Poem Adapted Into a Song, Morichika This Poem Is Written by Rabindranath Tagore.
- Song : Marichika
- Written by : Rabindra Thakur
- Singer : Lopamudra Mitra
- Music composer : Dr Agnibh Mukherji
- Music arrangement & programming : Shourya Ghatak
- Produced by : Dr Agnibh Mukherji
- Mix mastered by : Goutam Basu
- Concept & Direction : Milton Dostogir
- Camera : Kartick Ch Roy
- Label : Asha Audio
Marichika Song Lyrics In Bengali :
পাগল হইয়া বনে বনে ফিরি
আপন গন্ধে মম,
কস্তুরীমৃগসম।
ফাল্গুন-রাতে দক্ষিণবায়ে
ফাল্গুন-রাতে দক্ষিণবায়ে,
কোথা দিশা খুঁজে পাই না
কোথা দিশা খুঁজে পাই না।
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা চাই তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাই না
যাহা পাই তাহা চাই না।।
বক্ষ হইতে বাহির হইয়া
আপন বাসনা মম,
ফিরে মরীচিকাসম।
বাহু মেলি তারে বক্ষে লইতে
বাহু মেলি তারে বক্ষে লইতে,
বক্ষে ফিরিয়া পাই না
বক্ষে ফিরিয়া পাই না।
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা চাই তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাই না
যাহা পাই তাহা চাই না।।
নিজের গানেরে বাঁধিয়া ধরিতে
নিজের গানেরে বাঁধিয়া ধরিতে
চাহে যেন বাঁশি মম,
উতলা পাগলসম।
যারে বাঁধি ধরে তার মাঝে আর
যারে বাঁধি ধরে তার মাঝে আর,
রাগিণী খুঁজিয়া পাই না
রাগিণী খুঁজিয়া পাই না।
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা চাই তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাই না
যাহা পাই তাহা চাই না।।