Maya Cycle Lyrics Song Performed by Meghdol Band From Aluminium Er Dana Bengali Album Song. Maya Cycle Lyrics In Bengali Written by Shibu Kumer Shill. Song Mixed and Mastered by Rasheed Sharif Shoaib.
Song info
- Band: Meghdol (মেঘদল)
- Album: Aluminium Er Dana (অ্যালুমিনিয়ামের ডানা)
- Lyrics: Shibu Kumar Shill
- Composition: Rasheed Sharif Shoaib and Shibu Kumar Shill
- Vocal, Songwriter: Shibu Kumar Shill
- Vocal, Songwriter: Mejbaur Rahman Sumon
- Bass: M G Kibria
- Keyboards: Tanbeer Dawood Rony
- Flute, Clarinet, Saxophone: Shourov Sarker
- Drums: Amzad Hossain
- Guitars: Rasheed Sharif Shoaib
Maya Cycle Song Lyrics In Bengali :
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন।
রেখা, জলের মতো একা
দেখি কতদূর সয়, কেমন করে রয়।
রাখো এইখানে হাত, সাত আর পাঁচ
তবে চল ভেবে দেখা যাক।
পথের দৃশ্য শেষে
কিছু ছবির মতো দিন,
পাতার সংসার কিছু আলোর ইশারা,
পাতার সংসার কিছু আলোর ইশারা।
ঘুমের রেস্তোরা, রাখো এইখানে ঠোঁট,
নির্লোভ, জমে থাকা ভোর,
হরিণের গা মায়া সাইকেল
নিঝুম বৃন্দাবন ..
দেখা যাক, দেখা
যত দূর যেতে চায় যাক,
তুমি থাকো, রাখো
এই নাই হয়ে যাওয়া শূন্যস্থান।
The word “Meghdol” is borrowed from a poem by Charles Baudelaire. The Bangla translation was made by Buddhadeb Bosu. By Meghdol, we mean our desire to surrender ourselves to infinity in the most desirable way. And also, the clouds hold a special meaning in our hearts and our music to rise above all and see the world without prejudice.