Vuila Jamu Vuila Jamu Lyrics – Bangla New Sad Song – Atif Ahmed Niloy

354

Vuila Jamu Vuila Jamu Lyrics Song Singing by Atif Ahmed form  Bengali Sad Album Video Song. This Song Music Composed By Ah Turjo. This Song Lyrics Written by Atif Ahmed. This Song Music Label by Sobar TV.

Vuila Jamu Vuila Jamu song Credits :

  • Song: Vuila Jamu Vuila Jamu Jeidin Ei Duniya Charmu
  • Singer: Atif Ahmed Niloy
  • Lyrics & Tune: Atif Ahmed Niloy
  • Music & Mix Master: Ah Turjo
  • Music Label : Sobar Tv

Vuila Jamu Vuila Jamu Lyrics In Bengali :

আমায় ভুইলা গেলি ভুলতে পারলাম না তোরে
আমায় ভুইলা গেলি ভুলতে পারলাম না তোরে
ভূইলা যামু ভূইলা যামু যেইদিন এই দুনিয়া ছাড়মু
ভূইলা যামু ভূইলা যামু যেইদিন এই দুনিয়া ছাড়মু

তুই পরবি লালবেনারসি আমি কাফন পরা কফিনে
আমায় ভুইলা গেলি ভুলতে পারলাম না তোরে
আমায় ভুইলা গেলি ভুলতে পারলাম না তোরে
ও মাওলারে আমারে তুই যারে নিয়া যা

ও মাওলারে যারে চাইলাম তারে পাইলাম না
এই দুনিয়ায় নাইরে বিচার দেই না অভিশাপ
তোরে দেই না অভিশাপ
এই দুনিয়ায় নাইরে বিচার দেই না অভিশাপ
তোরে দেই না অভিশাপ

সাপের মতো ছোবল মারলি করছিলাম কি পাপ
ও মাওলারে তুই যারে নিয়া যা
ও মাওলারে যারে চাইলাম তারে পাইলাম না
আমার দুঃখ আমার বুকে বন্ধু আমার কই

হায়রে বন্ধু আমার কই
আমার দুঃখ আমার বুকে আমার কই
হায়রে বন্ধু আমার কই
বুকের ভিতর দুঃখের সাগর করে রে থৈ থৈ

ও মাওলারে আমারে তুই যারে নিয়া যা
ও মাওলারে যারে চাইলাম তারে পাইলাম না
আমায় ভুইলা গেলি ভুলতে পারলাম না তোরে
আমায় ভুইলা গেলি ভুলতে পারলাম না তোরে

Previous articleApon Mone Hoy Lyrics By Imran Mahmudul
Next articleMaya Cycle Lyrics Meghdol Band