Mayabee Lyrics by Blue Touch Band Song form Prosthan Bengali Album. The Song Is Sung by And Mayabee Song Lyrics Written by Ahmed Zaki. Poem Lyrics Written by Shovon Ashraf. Starring : Ohona Nishi And Shovon Ashraf.
Mayabee Song Details :
- Song Name : Mayabee
- Band Name : Blue Touch
- Album : Prosthan
- Vocal, Lyrics And Tune : Ahmed Zaki
- Recitation lyrics : Shovon Ashraf
- Drums And Acoustic Guitar : Shovon Ashraf
- Bass : Jeriko Costa
- Mixing And Mastering : Eshan Dhrubo
- Recording Studio : Apogee Music Production
- Video credit : Sifat Ahmed
- Poster : Partho Dibosh Chowdhury
Mayabee Lyrics In Bengali :
আজও চোখের কোনে
জমে আছে লোনা জল ,
আজও কপালে জড়িয়ে আছে
তোমার চুম্বন।
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব,
যদি তুমি চাও
ফিরিয়ে নিতে পারো সব ..
মায়াবী ..
আমায় আর কোন জোছনা ডাকে নি,
মায়াবী ..
কোটি বছর তোমায় দেখি নি।।
জমে থাকা অনুভূতিরা আজো
কাঁদছে বরষা হয়ে,
এপিটাফে রাজকন্যা তুমি
আমি পরাজিত প্রহরী।
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে,
ঝিঁঝিঁদের গানে
ডাকছে না আমাকে,
জেগে আছি আমি
জানি না, জানি না
কিসের অপেক্ষায় ..
মায়াবী ..
আমায় আর কোন জোছনা ডাকে নি,
মায়াবী ..
কোটি বছর তোমায় দেখি নি।।
আবৃত্তি :
যা দিয়েছিলে
তার সবই আজ ফিরিয়ে নিলে,
নিয়ে যাও
আমাকে কিছুই ডাকছে না,
আমি মিশে যাই মায়া নামক
এক ক্ষতের গভীরে,
ডুবে যাই অতীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা
লক্ষাধিক ভুলের মায়ায়,
ভুলের মায়ায়।।