Megher Kole Rod Heseche Lyrics – Subhamita

102

Megher Kole Rod Heseche Rabindrasangeet Song Is Sung by Subhamita Banerjee. First TIme This Song Is Sung by Prakruti Parjaya And Sharat from Rabithakurer Chotoder Nacher Gaan. Megher Kole Rodh Hesechhe Song Lyrics written by Rabindranath Tagore.

  • Song : Megher Kole Rod Hesechhe
  • Singer : Subhamita Banerjee
  • Lyricist : Rabindranath Tagore

Megher Kole Rod Heseche Song Lyrics In Bengali :

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।

কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।

কেয়া পাতার নৌকো গড়ে
সাজিয়ে দেবো ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেবো
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাবো আজ বাজিয়ে বেনু,
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেনু,
মাখবো গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা।
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা।

Previous articlePRERONA LYRICS By Rupam Islam
Next articleAmar Praner Pore Lyrics – Jayati Chakraborty – Jyeshthoputro