Meghla Mon Song Is Sung by Rupankar Bagchi And Subhamita Banerjee. Music Composed by Joy Sarkar And Meghla Mon Jokhon Kande Sarakkhon Lyrics In Bengali Written by Arindam Saha. Song Recording, Mixing and Mastering by Goutam Basu.
- Song : Meghla Mon
- Vocals : Rupankar & Subhamita
- Music Composition & Arrangement : Joy Sarkar
- Lyrics : Arindam Saha
- Programming : Sabuj-Ashish
- Bass, Guitars : Sanjoy Das
- Video : Subhadeep Bag
- Edit : Hiranmay Biswas
Meghla Mon Song Lyrics In Bengali :
মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন,
তোমার কাছে আসা
তোমায় ভালোবাসা,
একটু শুধু প্রেম
এই তো জীবন।
শিশির ভেজা এ রাত
চাঁদের আলোর সাজ,
তুমি যে রূপকথা
কবির কবিতা আজ।
মনের ময়ূরী তুমি
সাগর গভীরে তুমি,
অতল ভালোবাসা
জলছবি আজ।
মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ,
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন।
ভেসে আসা কোনো মেঘ
হয়তো তোমারই মন,
বৃষ্টি হয়ে ঝরে
মুক্তধারার মতোন।
মনের মণিকোঠায়
রাখবো ধরে তোমায়,
ফিরে এসো প্রিয়তম
ফল্গু ধারার মতোন।
মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন,
তোমার কাছে আসা
তোমায় ভালোবাসা,
একটু শুধু প্রেম
এই তো জীবন।