Mon Boleche Lyrics from Noor Jahaan The song is sung by Imran and Kona Starring: Adrit Roy and Puja Chery Roy Music composed by Savvy Mon Boleche Tor Sathe Jabo song Lyrics written by Soumyadev.
- Movie: Noor Jahaan
- Song: Mon Boleche
- Singers: Imran Mahmudul & Dilshad Nahar Kona
- Music: Savvy Gupta
- Lyrics: Soumyadev
- Directed by: Abhimanyu Mukherjee
- Star Cast: Adrit Roy & Puja Chery Roy
- Production : SVF Entertainment Pvt. Ltd
& Raj Chakraborty Production - Music Label: SVF Music & Jaaz Multimedia
Mon Boleche Lyrics
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো (x2)
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে, অন্তরালে
স্বপ্ন রেখে যায়..
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ঐ সুখী তারায়..
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
রূপকথারা চুপকথারা
প্রেম সাজালে মেঘের মিছিলে
এক মুঠো তারা ভালোবাসারা
মিলে মিশে ভাবে আদর স্বভাবে
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে, অন্তরালে
স্বপ্ন রেখে যায়..
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ঐ সুখী তারায়..
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো
রাত পাখিরা, ঘুমপরীরা
ভোরের বাতাসে, ফিরে ফিরে আসে
তোর শরীরে, মন গভীরে
ভেজে কুয়াশাতে আলতো ছোঁয়াতে
সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে, অন্তরালে
স্বপ্ন রেখে যায়
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে অনেকে
ঐ সুখী তাঁরায়
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো