Mone Porle Okaron Song Is Sung by Arijit Singh from Hawa Bodol Movie.Mone Porle Okaron Lyrics Written by Angshuman Chakraborty.
Mone Porle Okaron Lyrics Song By – Arijit Singh:
- Song Name : Mone Porle Okaron Cover
- Singer : Rupak Tiary
- Guitar: Jakiruddin Khan
- Programming , Mix & Master : Rupak Tiary
- Direction: Aditya Paul
- Cinematography : Aditya Paul
- Post Production: Cineglass Studio
- Promotion : Rohan Paul
Mone Porle Okaron Lyrics Song By – Arijit Singh In Bengali:
মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ
মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়।
মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।
লাস্ট ট্রেন হলে মিস
তোর কাছে করি আব্দার
একজোড়া ট্রাম তার
তুই পাখিদের সংসার (x2)
রাতজাগা জোনাকি
তোর ঘুমে পাঠালাম।
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়। (x2)
এই বাসস্টপ কেউ নেই
তুই ভেসে আসা গান
দলছুট পাখিদের তুই হলি
খোলা আসমান (x2)
ভর দিয়ে তোর ডানায়
নতুন উড়াল দিলাম।
হাওয়ায় রাতপাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়। (x2)
মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।
মেঘেদের ডাকবাক্সে
তোর চিঠি পৌছে দিলাম
হাওয়ায় রাত পাখি গান গায়
চোখ মুছে যায় রুমালে শুকায়
জলের আরামে ঘুম এসে যায়।