Bishonno Chimney Lyrics Song Is Sung by Arijit Singh from Bornoporichoy Bengali Movie. Music of the track is composed by .Bishonno Chimni Bengali Song Lyrics Written by Anupam Roy. The film is starring Abir Chatterjee, Jisshu Sengupta And Priyanka Sarkar. Music Arranged & programmed by Shamik Chakravarty. Mixed and Mastering by Shomi Chatterjee. Download Bishonno Chimni mp3 Song Lyrics in Bangla and English Font.
Bishonno Chimney Lyrics by Arijit Singh :
- Song : Bishonno Chimney
- Movie : Bornoporichoy
- Singer : Arijit Singh
- Music & lyrics : Anupam Roy
- Director : Mainak Bhaumik
- Cinematographer : Ramyadip Saha
- Edit : Sanglap Bhowmik
- Label : SVF
Bishonno Chimney Song Lyrics In Bengali :
কোনো শেষ রাতের অভিমান,
ঘুম কেড়ে নেওয়া গান,
শুনিয়ে যায় আবার, সে আমায়..
আমি শূণ্যে হাত বাড়াই,
ধূসরে ছুটে যাই,
ঝরা পাতার ডাকে,
আমি ঘর ছাড়া কি তাই।
এখন কোথায় যাবো বলো?
তাকে কোথায় পাবো বলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এই আকাশ ক্রমশঃ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
এই রোদ পোড়া দেশে,
এলাম অবশেষে,
আমি ঘূর্ণি ঝড়ের চোখ খুঁজে পাই।
আমি পা টিপে হাঁটি,
যাতে না কাঁপে মাটি,
তবু চোখ খুলেছি যেই আমি অন্ধ হয়ে যাই।
এখন কোথায় যাবো বোলো?
তাকে কোথায় পাবো বোলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এ আকাশ ক্রমশ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়..
বিষণ্ণ চিমনি লিরিক্স – অরিজিৎ সিং :
Kono shesh raat er obimaan
Ghum kere neowa gaan
Shuniye jay abar Se amay
Ami shunney haat barai
Dhusore chutey jai
Jhora paatar daake
Ami ghor chara ki tai
Ekhon kothay jabo bolo?
Take kothay pabo bolo?
Se ki rajdhani paltey feleche?
Aar keu nei dariye janlay
E akash kromosho dhekeche,
Bishonno chimnir dhoway