Moner Ghor Bangla Song. Moner Ghor Lyrics (মনের ঘর)- is sung by Imran Mahmudul. Music Composed by Imran Mahmudul. This song has lyrics by Robiul Islam Jibon.
Song : Moner Ghor
Singer : Imran Mahmudul
Lyric : Robiul Islam Jibon
Tune : Imran Mahmudul
Music : Imran Mahmudul
Music Programming and Mix-Master : Imran Mahmudul
Album : Moner Ghor
Label : CD Choice
মনের ঘর লিরিক্স – ইমরান মাহমুদুল :
তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর (২ বার)
তোরে কি করে বুঝিয়ে বলি
তোর অলিতে গলিতে চলি
তোর সাথে মন মিলাতে
চাইছি বার বার
তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর (২ বার)
কত করে চাই তোকে
জানে মেঘের দল
তোর নামে লেখা আমার
স্বপ্নের রং মহল (২ বার)
তোরে কি করে বুঝিয়ে বলি
তোর অলিতে গলিতে চলি
তোর সাথে মন মিলাতে
চাইছি বার বার
তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর (২ বার)
যত কাছে পাই তোকে
অল্প মনে হয়
তোর চোখে দেখি আমার
প্রেমের সূর্যোদয় (২ বার)
তোরে কি করে বুঝিয়ে বলি
তোর অলিতে গলিতে চলি
তোর সাথে মন মিলাতে
চাইছি বার বার
তোকে নিয়ে সাজিয়েছি
মনের ঘর দুয়ার
তুই ছাড়া ভালো থাকার
উপায় নেই তো আর।। (২ বার)