Moner Shimana Lyrics ( মনের সীমানা ) is a new song sung by Deep Voumik. It is from CMV Music. Kamrul Islam is the lyricist. Muhammad Milon has created the melodious tune. Deep Voumik & Brishty Islam is starring in the song. Download Moner Shimana Mp3 Song Lyrics ( মনের সীমানা ) in Bangla
Song Credits :
- Song: Moner Shimana
- Singer: Deep Voumik
- Lyrics: Kamrul Islam
- Tune: Muhammad Milon
- Composition: MMP Rony
- Direction: Swaraj Deb
- Cast: Deep Voumik & Brishty Islam
Moner Shimana Lyrics Bengali :
মনের সীমানাতে তুমি থাকো
কি মায়ায় সারাক্ষণ বেঁধে রাখো ।
মনের সীমানাতে তুমি থাকো
কি মায়ায় সারাক্ষণ বেঁধে রাখো ।
অবুঝ হৃদয়ে আমার…
কি সুখের স্বপ্ন আঁকো ।
অবুঝ হৃদয়ে আমার…
কি সুখের স্বপ্ন আঁকো ।
মনের সীমানাতে তুমি থাকো
কি মায়ায় সারাক্ষণ বেঁধে রাখো ।
রাতের নীরব আকাশ জুড়ে
তোমার নামে জোছনা উড়ে ।
রাতের নীরব আকাশ জুড়ে
তোমার নামে জোছনা উড়ে ।
পাইনা ভেবে কি অচীন সুরে
দিবানিশি আমায় কাছে ডাকো ।
অবুঝ হৃদয়ে আমার…
কি সুখের স্বপ্ন আঁকো ।
অবুঝ হৃদয়ে আমার…
কি সুখের স্বপ্ন আঁকো ।
মনের সীমানাতে তুমি থাকো
কি মায়ায় সারাক্ষণ বেঁধে রাখো ।