Valobashar Chata Lyrics Akash Islam

Valobashar Chata Lyrics is a new Bangladeshi Song sung by Akash islam & Shurov islam. Kazi Barnadhyo has created the lyrics for it. The song is quite sad as well as funny. Download Kar Mathate Dhorli Daini Bhalobashar Chata mp3 Lyrics in Bangla.

Song Credits :

  • Song : Valobashar Chata
  • Vocal Tune & Music : Akash islam & Shurov islam
  • Lyric : Kazi Barnadhyo

Valobashar Chata Lyrics by Akash :

জীবনডারে কইরা দিয়া
মচমচে তেজপাতা,
কার মাথাতে ধরলি ডাইনি
ভালোবাসার ছাতা!

তোর ভালোবাসার খেতা পুড়ি
ভালোবাসা নাই,
ভালোবাসার মুখোসে তুই
নিদয়া কসাই।
আমার কইলজা ভূনা খাওইয়া কার
হয়লি অন্নদাতা।।

আমার মাথার উপর তপ্ত রোদ আর
ঝড় বাদলের হানা,
আমায় রেখে দুঃসময়ে
উড়াইলি তোর ডানা।
জীবন নাই আর সবুজ সতেজ
ছিন্ন ঝরাপাতা।।

 

Previous articleSei Raate Raat Chilo Purnima Lyrics
Next articleMoner Shimana Song Lyrics Deep Voumik
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.