Na Thaka Jure Lyrics Song Is Sung by Mahtim Shakib from Charur Biye Bangla Natok Song. Featuring: Ziaul Faruq Apurba And Mehazabien Chowdhury. Music Composed by Sajid Sarkar And Tumi Amar Na Thaka Jure Amay Rekhe Dao Lyrics In Bengali Written by Shomeshwar Oli.
Na Thaka Jure Lyrics by Mahtim Shakib :
- Song : Na Thaka Jure
- Drama : Charur Biye
- Singer : Mahtim Shakib
- Music : Sajid Sarkar
- Lyrics : Shomeshwar Oli
- Director : Mizanur Rahman Aryan
- Producer : SK Shahed Ali Pappu
- Label: Central Music and Video [CMV]
Na Thaka Jure Song Lyrics In Bengali :
কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
তোমারি আলোতে, তোমারি ভালোতে
জেগে আছি আমি,
আমারি গোপনে আমারি স্বপ্নে তুমি।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
কিছু অক্ষর ছিল এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম
ও.. বেরিয়ে পড়েছে আজ বেমালুম,
খুঁজেছে তোমাকে রাতের তারা
এলো তোমাকে পাওয়ার মরশুম।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।
কিছু অক্ষর ছিলো এলোমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
মিষ্টি মধুর সে ডাকনাম।
শাড়ির আঁচল দিল ঘোর লাগা দিন
কারণ বারনে হয়ে অমলিন,
বুঝেছে তোমাকে অবুঝ ছেলে
তোমাকে নিয়ে হলো সে রঙিন।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।