Naam Rekhechhi Bonolata Song Lyricsis a beautiful song sung by Shyamal Mitra. The cover song singer is Mftah Jaman. Lyricist is sudhin Dasgupto. Down Naam Rekhechhi Bonolata Song mp3 Lyrics in Bangla.
Song Credits :
- নাম রেখেছি বনলতা
- মূল শিল্পী – শ্যামল মিত্র
- কভার শিল্পী- মিফতাহ্ জামান
- কথা ও সুরঃ সুধীন দাশগুপ্ত
Naam Rekhechhi Bonolata Song Lyrics :
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি।
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা।
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।…