Shitol Sporsho Lyrics .Song Is Sung by Habib Wahid. Darun Shital Chilo Tomar Sporsho Lyrics In Bengali Written by Ali Baker Zico.
Shitol Sporsho Lyrics by Habib Wahid :
- Song : Shitol Sporsho
- Vocal, Music & Tune : Habib Wahid
- Lyrics : Ali Baker Zico
- Guitar : Syed Tamim
- Lyrical Video Edit : Faisal Mahmud
Shitol Sporsho Song Lyrics In Bengali :
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
দারুণ শীতল
ছিলো তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
সময় থেমে থাকেনা
ভালোবাসা জমে থাকে হৃদয়ে।
তুমি নেই মানে তুমিই আছো
বুকের ভেতর খুব যতনে।
দারুণ শীতল
ছিল তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।