Neel Akasher Niche Song Is Sung by Hemanta Mukherjee from Neel Akasher Neechey Bengali Movie. Nil Akasher Niche Ei Prithibi Unplugged Female Version Cover by Jayati Chakraborty. Starring : Kali Banerjee, Manju Dey, Bikash Roy, Smriti Biswas And Others. Song Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder.
- Song : Neel Akasher Niche
- Film : Neel Akasher Neechey
- Singer : Hemanta Mukherjee
- Music : Hemanta Mukhopadhyay
- Lyricist : Gauriprasanna Mazumder
- Director : Mrinal Sen
- Unplugged Version Sung by : Jayati Chakraborty
- Label : Saregama India Ltd
Neel Akasher Niche Song Lyrics In Bengali :
নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ,
তুমি দেখেছো কি?
নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ,
তুমি দেখেছ কি?
আকাশ, আকাশ,
শুধু নীল, ঘন নীল, নীল আকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত,
পৃথিবী ঘুমিয়ে পড়ে
তুমি দেখেছো কি?
তুমি রাতের সেই
নীরবতা দেখেছো কি ?
শুনেছো কি রাত্রির কান্না ?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি ?
নিবিড় আ্ঁধার
নেমে আসে ছায়া ঘন কালো রাত,
কলরব, কোলাহল, থেমে যায়
নিশীথ প্রহরী জাগে,
তুমি দেখেছো কি?
এই বেদনার ইতিহাস শুনেছো কি ?
দেখেছো কি মানুষের অশ্রু ?
শিশিরে শিশিরে ঝরে,
তুমি দেখেছো কি?
অসীম আকাশ
তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ
জাগে শুধু কতো ব্যথা হাহাকার,
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর তার,
তুমি দেখেছো কি?
আর শুনেছো কি মানুষের কান্না ?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?
নীল আকাশের নিচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে ঐ নীল আকাশ,
তুমি দেখেছো কি?