Hoyechi Shudu Tomar Song Is Sung by Imran Mahmudul. Music Composed by Rezwan Sheikh And Ami Hoyechi Sudhu Tomar Song Lyrics In Bengali Written by Faisal Rabbikin.
- Song : Hoyechi Shudu Tomar
- Singer : Imran Mahmudul
- Lyrics : Faisal Rabbikin
- Tune : Fazbir Taj
- Music : Rezwan Sheikh
- Direction : Soumitra Ghose Emon
- DOP : Kawsar Ahmed
- AD : Sourov Niloy
- Edit : Anjoy Shohag
- Color : Ashiquzzaman Apu
- Label : Laser Vision
Hoyechi Shudu Tomar Song
কত যন্ত্রনা, কত বেদনা
হয়নি প্রেম তবুও কম,
শত যাতনা, হয়েছে সাধনা
তোমারই হতে হাজার জনম।
পৃথিবী হায় ছেড়েছি
আমি হয়েছি শুধু তোমার,
ভালোবেসে ভোর হবো
মুছে যাবে ঠিকই যত আঁধার।
ঝড় যত আসুক জীবনে
কখনও ছেড়ে যাবো না,
বেঁধেছি প্রেমের বাঁধনে
আমারই বুকে থাকো না।
পৃথিবী হায় ছেড়েছি
আমি হয়েছি শুধু তোমার,
ভালোবেসে ভোর হবো
মুছে যাবে ঠিকই যত আঁধার।
মন কত বারই পুড়েছে
হেরে তবু যায়নি আমি,
ভালোবাসা শুধু বেড়েছে
আমায় গুছিয়েছো তুমি।
পৃথিবী হায় ছেড়েছি
আমি হয়েছি শুধু তোমার,
ভালোবেসে ভোর হবো
মুছে যাবে ঠিকই যত আঁধার।