Nil Digante Lyrics Rabindra Sangeet This is a Basanta Utsav Special Bengali Song This Cover and Remake Version Song Is Sung by Sarmita Dutta Biswas Nil Digonte Song Lyrics written by Rabindranath Tagore Previously This Song Is Sung by Arundhuti Hom Choudhury, Sreeradha Bandhopadhay, Lopamudra Mitra, Bichitra Parjaya, Bhoomi Bangla Band and many various artists.
- Lyrics: Rabindranath Thakur
- Singer: Sarmita Dutta Biswas
- Directed by: Sabyasachi Dutta
- Programming: Sourav Chakrabarty
- Mixing and Mastering : Goutam Basu
- Video: Kapil Banik
Nil Digante Lyrics :
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে,
বসন্তে সৌরভের শিখা জাগলো,
বসন্তে সৌরভের শিখা জাগলো,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা।
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো।
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
নীল দিগন্তে
নীল দিগন্তে, মোর বেদনখানি লাগলো,
অনেক কালের মনের কথা জাগলো।
এলো আমার হারিয়ে যাওয়া,
কোন্ ফাগুনের পাগল হাওয়া।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো,
এই ফাগুনে আপনাকে সে মাগলো,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগলো।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে,
বসন্তে সৌরভের শিখা জাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।