Song Details:
- Song: Nirobotay Chhilo
- Singer: Ishan Mitra & Ranajoy Bhattacharjee
- Lyricist: Aritra Sengupta & Ranajoy Bhattacharjee
- Composer: Ranajoy Bhattacharjee
- Music Label: SVF Musiv
- Movie: Mitthye Premer Gaan
Nirobotay Chilo Lyrics in Bengali:
নীরবতায় ছিল প্রশ্ন তোমার,
শূন্যতায় খুজি উত্তর আমার।
সব হারিয়ে যাওয়া মাঝরাতে,
থাকি কান্না হয়ে তোর সাথে।
নীরবতায় ছিল প্রশ্ন তোমার,
শূন্যতায় খুজি উত্তর আমার।
সব হারিয়ে যাওয়া মাঝরাতে,
থাকি কান্না হয়ে তোর সাথে।
কেটে ছিল দিন স্বাপ্নে তোমার
বুকে জড়িয়ে রাখি যত্নে আমার।
এই হারিয়ে যাওয়া মাঝরাতে
যত কান্না ঢেকে দুই হাতে।