Jabo Na Jabo Na Fire Ar Ghore Lyrics – Arijit Singh Mixed Version

200
Jabo Na Jabo Na Fire Ar Ghore Lyrics

অরিজিত সিং যাবো না যাবো না ফিরে (Jabo Na Jabo Na Fire Ar Ghore) এই গানটি গেয়েছেন স্টার প্লাসের একটি জনপ্রিয় শো নাম রাহে জায়েগা (Naam Reh Jayga) -তে। এই গানটি লতা মঙ্গেশকর গেয়েছিলেন ১৯৫৫ সালে “কথা ক’য়ো নাকো শুধু শোনো” এই অ্যালবামটিতে। লতা মঙ্গেশকরের এই গানটি ১৯৫৫ সালের জানুয়ারি -তে মুক্তি পায়। একই সুরে লতা মঙ্গেশকর আর একটি মারাঠি গান গেয়েছিলেন যার নাম Mee Dolkar, Dolkar.

Jabo Na Jabo Na Fire Ar Ghore Lyrics by Arijit Singh

ইয়া গো দাঁড়িযাচা দাঁড়িয়াচা দারিয়াচা
দা রা রা মুঠা
কাভা পানিয়াভারি উথটান ডোঙ্গারলাটা
লাটা লাটা লাটা

কেন পিছু ডাকো পিছু ডাকো
বারে বারে আমারে তুমি….
কাঁধ কন্যা তুমি
চোখের জলে কি ভাসাবে সাধের ও জমি…
হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে
পোড়া মন মানে না সংসারে কারই বা তরে…

হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে
পোড়া মন মানেনা সংসারে কারই বা তরে…
দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারই
দুটি কাটিয়া হাত বানাবো নৌকারি দাড়ি
আর বসন কাটিয়া দেবো
পাল তুফানে আমি উড়াবো
আর বসন কাটিয়া দেবো
পাল তুফানে আমি উড়াবো
হবো ময়ূর পঙ্খী তোমারই ….
তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা…
তোরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা……

মে ডোলকারা ডোলকারা ডোলকারা দারিয়ানছা রাজা
মে ডোলকারা ডোলকারা ডোলকারা দারিয়ানছা রাজা
ভালহাব রে নাখবা হো ভালহাব রে রামা
ভালহাব রে নাখবা হো ভালহাব রে রামা

আর কাইন্দনা কাইন্দনা তুমি সজনী
হবে আরও আঁধার আমার এ জীবন রজনী
আর কাইন্দনা কাইন্দনা তুমি সজনী
হবে আরও আঁধার আমার এ জীবন রজনী
তুমি হাসো যদি, আকাশে চাঁদনী হাসে
পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে..

খর ধারায় এ জীবন নদী
পাল ছেড়ে ভাঙি হাল যদি
খর ধারায় এ জীবন নদী
পাল ছেড়ে ভাঙি হাল যদি
শুধু প্রেমেরই পাল তুলিয়া…..
পাড়ে চলে যাবো দুজনে কুজনে হাইস্যা..
আরে চলে যাবো দুজনে কুজনে হাইস্যা…..

দে দোল দোল দোল, তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা,
হেইয়ো রে মারো দল হে আল্লা হে রামা
হেইয়ো রে মারো দল হে আল্লা হে রামা…

Previous articleKi Tomar Naam Lyrics – Minar Rahman Song
Next articleNirobotay Chhilo Lyrics – Mitthye Premer Gaan