Nishidin Nishidin Baje Song Is Sung by Lata Mangeshkar. Music Composed by Salil Choudhury.
- Song : Nishidin Nishidin
- Singer : Lata Mangeshkar
- Music : Salil Choudhury
Nishidin Nishidin Baje Song Lyrics In Bengali :
মন লাগে না..
তুমি বিনা মোর জীবন যেন
চাঁদনি বিহীনা রজনী হায় আ আ..
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না।
গুনগুন গুন করুণ সে ধুণ
মনবিরহী মানে না।
স্বজন আমার থাকে দূরেতে
আসে সে কাছে শুধু সুরেতে।
হায় বিধি হল বাম, মোর শ্যাম
শুধু বাঁশিতে ডাকে, আসিতে চাহে না।
ছল ছল, ছল ছল যেত যমুনার জল
কুল কুল স্বরে বহিয়া,
আজ সে উজান, হায় তার প্রাণ
যায় না কিছু কহিয়া।
ললিতা বিশাখা সখী সজনী
কাটে না বিহনে তারি রজনী।
আন সখী তারে আন, অভিমান,
দিব তাহারি পায়ে ডালিয়ে মোর প্রাণ।
শন্ শন্ শন্ বহে তুফানি পবন
এলো ঘন গেল কাঁদিয়া।
মোর ঘর’বার হল একাকার
বিজলী হানে ধাঁধিয়া।
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বীণ
সে যে তুমি বিন জানে না,
গুন গুন গুন করুণ সে ধুণ
মনবিরহী মানে না।