Nisshash lyrics Bengali song Movie Borbad Shakib Khan Idhika Paul g.m Aahraf.
Nisshash Song Details :
- Singer: G. M. Ashraf
- Lyrics & Composer – G.M. Ashraf
- Music Arrangement – Adib Kabir
- Mixing & Mastering – Adib Kabir
Nisshash Lyrics In Bengali :
প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা
লেখা আমার মনের ভিতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দিবো
করবো ছারখার তোমায় না পেলে
পাগল হয়েছি আমি অনেক আগেই
হেরে গেছি আজ আমি নিজের কাছেই
কিছু বোঝে না দুচোখ তুমি ছাড়া
সব হারাতেও রাজি পেতে তোমাকে
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কারে
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা
লেখা আমার মনের ভিতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দিবো
করবো ছারখার তোমায় না পেলে
ভালোবাসা করেছো অপমান দিয়ে আমায় অপবাদ
তোমাকে না পেলে যে পাবে না কেউ
জ্বলবে আগুন বারেবার
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কারে
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা
লেখা আমার মনের ভিতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দিবো
করবো ছারখার তোমায় না পেলে