We are Maestroo, an experimental metal band from Dhaka, Bangladesh. “Notun Korey” is our 4th and title track from the album ” Notun Korey “.
- Guitar : Abid Ahmed Ivan
- Guitar : Shahriar Arosh
- Drums : Farhan Rahman Farabi
- Vocal : Rafsan Zaheen
- Bass : Rafi Kabir
Notun Korey Lyrics In Bangla:
ধুলোজমা পথে সময় পেরিয়ে
তোমাতে আমি আজ যাব হারিয়ে
ছন্নছাড়া ভাবিনি আমি
জীবনের মাঝে আজ জীবন পেয়েছি!
হেঁয়ালি মনের খেয়ালের আড়ালে
তুমি কখন হাত বাড়ালে
মুঠোফোনে কেঁটে গেছে কত রাত
চলো আজ আমরা সকাল দেখি
ওই পাহাড়ের চূড়ায় মেঘের পরে যে সূর্য হাসে
তা তোমার আমার
একাকী এই আমি
হারিয়ে সব যখন তোমাকে
পেয়েছি জীবনে
আমার হেসেছে নতুন করে আবার
হেঁয়ালি মনের খেয়ালের আড়ালে
তুমি কখন হাত বাড়ালে
মুঠোফোনে কেঁটে গেছে কত রাত
চলো আজ আমরা সকাল দেখি
ওই পাহাড়ের চূড়ায় মেঘের পরে যে সূর্য হাসে
তা তোমার আমার