O Amar Desher Mati Independence Day Special Bengali Song. This Rabindra Sangeet is sung by Srikanto Acharya and Lopamudra Mitra. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Cover version is sung by Pritam Das from Taalpatar Shepai. This is a 15th August Independence Day Special Bengali Freedom Song.
- Song : O Amar Desher Mati
- Singer : Srikanto Acharya & Lopamudra
- Cover by : Pritam Das
- Guitar & Recorder: Suman Ghosh
- Piano, Mixing & Mastering : Biswajyoti Chakraborty
- Cinematography & Edit : James Suraj Barwa
- Label : Folk Studio Bangla
O Amar Desher Mati Song Lyrics In Bengali :
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
ও মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।