Brishti Chuye Lyrics From Etota Bhalobasi Telefilm By Tahsan Khan And Moutusi Islam. Music Composed By Sajid Sarker. Featuring By Ziaul Faruq Apurba And Ishika Khan.
- TelefilM/ Natok – ETOTA VALOBASHI
- Song : Bristy Chuye
- Singer – Tahsan Khan & Moutusi Islam
- Music – Sajid Sarker
- Lyrics – Yuna Nour
- Director – Mahmudur Rahman Hime
- Artist: Ziaul Faruq Apurba, Ishika Khan
- Music Label – Tiger Media
Brishti Chuye Lyrics
একি সে অধরে ছোঁয়া পড়েছে,
তাই তো এ মন মৃদু হেসেছে
একই সে চোখেতে ধরা পড়েছে,
তাই তো এ ক্ষণ আজ মেতেছে
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া।
বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ, একি সাথে ভিজছে (x2)
রিমঝিম বারিষে যায়নি জানা,
কি করে ইচ্ছেরা মেললো ডানা (x2)
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া..
বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ, একি সাথে ভিজছে (x2)
প্রেম সে কি কয় কথা, রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে, আমার নুপুর
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে তোমার নুপুর
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া..
বৃষ্টি ছুঁয়ে, আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ, একি সাথে ভিজছে (x2)