O Gaanwala Arekta Gaan Gao Song Is Sung by Kabir Suman from Ranjana Ami Ar Ashbona Bengali Movie. Starring: Anjan Dutt, Parno Mittra, Kabir Suman, Abir Chatterjee, Kanchan Mullick And Others. O Gaanola Lyrics Written by Kabir Suman.
- Song Name : O Gaanwala
- Movie : Ranjana Ami Ar Ashbona
- Vocal, Music & Lyricist : Kabir Suman
- Written & Directed by : Anjan Dutt
- Produced by : Rana Sarkar
- Distributed by : Dag Creative Media
- Label : Saregama India Ltd
O Gaanwala Song Lyrics In Bengali :
ও গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই।
ছেলেবেলার সেই, ছেলেবেলার সেই
বেহালা বাজানো লোকটা,
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।
এই পাল্টানো সময়ে, এই পাল্টানো সময়ে
সে ফিরবে কি ফিরবে না জানা নেই..
গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই।
কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া
রঙ চঙ্গে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে,
চলে গেছে মুখ ফিরিয়ে।
এই ফাটাকাবাজির দেশে,
এই ফাটাকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই ..
গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই।
ও গানওয়ালা, আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই …