Opekkha (অপেক্ষা) lyrics – Shohojia Band

165
Opekkha (অপেক্ষা) lyrics

Song: Opekkha

Album: Rongmistree

Band: Shohojia

Opekkha Song lyrics In Bengali:

যতদূর চোখ যায়, ঢেউ ঢেউ

ওপারে আছো কি? কেও কেও!(2x)

আমি এপারে ডাকাডাকি…আর কতটা একা থাকি।।

যতদূর চোখ যায়, ঢেউ ঢেউ

দূর দেশ, দূর দ্বীপ কোথাও আছে কিনা জানিনা

তবুও খুঁজছি, খুঁজেই ফিরি সেই ঠিকানা(2x)

তুমি ভালো আছো নাকি…আর কতটা একা থাকি।।

সব রঙ সব রূপ চুপচাপ এঁকে যায়

 কোন সূরকতো ঢেউ কতো গান আমি আর পাঠাবো কতদূর(2x)

এই সব মায়ার খেলা নাকি…আর কতটা একা থাকি ।।

যতদূর চোখ যায়, ঢেউ ঢেউ

ওপারে আছো কি? কেও কেও!

আমি এপারে ডাকাডাকি…আর কতটা একা থাকি।।

যতদূর চোখ যায় ঢেউ ঢেউ

ওপারে আছো কি? কেও কেও!

Previous articleHARIYE JAO TUMI LYRICS – Arbovirus
Next articleAami Shei Manushta Aar Nei Lyrics – Anupam Roy