Ore Mon Re lyrics – Aparajita Chakraborty

23

Ore Mon Re Lyrics Bengali song Singer – Aparajita Chakraborty Lyrics – Kakali Chatterjee Composition & Music Production – Yours Truly Guitar Design – Rudraneel Chowdhury Bass.

Ore Mon Re Song Details :

  • Song – Ore Mon Re Lyrics
  • Vocalist – Aparajita Chakraborty
  • Lyrics – Kakali Chatterjee

Ore Mon Re Lyrics In Bengali :

ছোট ছোট কথা
অভিমানী ব্যথা
ছুঁয়ে তোমাকে
একটু কাছে আসা

ছোট ছোট কথা
অভিমানী ব্যথা
ছুঁয়ে তোমাকে
একটু কাছে আসা

আরো দূরে যাও
মন খারাপে
কি মায়া জড়ানো
ও চোখে

বেঁধেছো কে ডরে আমাকে
মনের রে ওরে মনের বলি শোন
তুই ছাড়া নেই আপন কেউ এমন
মনের রে ওরে মনের বলি শোন
তুই ছাড়া নেই আপন কেউ এমন

অকারণে চাইছি তোমায় ছুতে
অকারণে চাইছি ভালোবাসতে
অকারণে ডাকছি আজকে তোমায়
অকারণে ভালো লাগা মিশছে হাওয়ায়

অকারণে তোমায় মনে পড়ে যায়
বারবার সময় মনে হয়ে যায়
বেঁধেছো কি ডোনে আজ আমায়
মন রে ওরে মন রে বলি শোন
তুই ছাড়া নেই আপন কেউ এমন

মনের রে ওরে মনের রে মনের শোন
তুই ছাড়া মন কেউ এমন
মনের রে মনে মনের রে মনিশন
তুই ছাড়া আপন কেউ এমন

Previous articleTumi Nei lyrics – Shamiul Shezan
Next articleBondhugo Shono lyrics – Imran Mahmud