Ovinoy Lyrics by Imran Mahmudul Bangla Song 2018: Presenting ‘Ovinoy’ Bengali Song Lyrics. This song is sung By Imran Mahmudul and Lyrics written By Shafiq Tuhin. Obhinoy Song Lyrics in Bangla.
- Song Credits: Singer: Imran Mahmudul
- Lyrical and Tune: Shafiq Tuhin
- Graphics Animations: Kazi Md. Morshed
- Production: Rtv Music
Ovinoy Lyrics
ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি
আগুনে কি দেখাবে ভয়
মায়ার আড়ালে তুমি তো শেখালে
পৃথিবীতে কেউ কারো নয় (x2)
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. পৃথিবীতে কেউ কারো নয়
যাবে যদি কেন বা,
কাছে এতটা এসেছিলে ? (x2)
শেষ হতে না হতে কাহিনী
তুমি সব কেড়ে নিলে
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. আগুনে কি দেখাবে ভয়
স্বপ্নেরই হাত বাড়িয়ে, গেলে হারিয়ে
কি যে মোহে (x2)
শত বেদনার আবরণে মন ক্ষয়ে ক্ষয়ে
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. পৃথিবীতে কেউ কারো নয়
ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি
আগুনে কি দেখাবে ভয়
মায়ার আড়ালে তুমি তো শেখালে
পৃথিবীতে কেউ কারো নয়
কথা ছিলো পাশে রবে চিরদিন
আসলে কি সব অভিনয় ?
ও হো.. পৃথিবীতে কেউ কারো নয়