Pakhider Smriti Orchestral version Song Is Sung by Iman Chakraborty And Another Version Song Is Sung by Ikkshita Mukherjee from Indubala Bhaater Hotel Hoichoi Web Series, Adapted from Kallol Lahiri’s Novel of the Same Name. Pakhider Smriti Lyrics In Bengali Written by Debaloy Bhattacharya And Atul Prosad. Starring Subhashree Ganguly, Pratik Dutta, Debopratim Dasgupta, Angana Roy, Parijat Chaudhuri, Mithu Chakrabarty, Sneha Chatterjee, Rahul Banerjee, Suhotra Mukhopadhyay, Tirthankar Chakraborty and Debdutta Raha.
- Song : Pakhider Smriti (Orchestral version)
- Singer : Iman Chakraborty
- Music : Amit Chatterjee
- Lyrics : Debaloy Bhattacharya And Atul Prosad
- Programming : Shamik Chakravarthy
- Mixing and Mastering : Amit Chatterjee
- Director : Debaloy Bhattacharya
- Production : Maansi Entertainment
- Label : SVF Music
Pakhider Smriti Song Lyrics In Bengali :
পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি
ফণীমনসা ও জানে,
বাগানের স্মৃতি নজরুল গীতি
বালিকার কানে কানে।
পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি
ফণীমনসা ও জানে,
বাগানের স্মৃতি নজরুল গীতি
বালিকার কানে কানে।
বিকেলের স্মৃতি গোপন পিরিতি
গোপনেই রাখা থাকে,
মানুষের স্মৃতি বহু বিস্মৃতি
শ্মশান বন্ধু টানে।
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী,
অসাড় আষাঢ়ে অকুল পাথারে
স্মৃতির ও বিলাসে ভাসিনি,
ঘন মেঘে ঢাকা ..
কাঁটার মুকুটে ঈশ্বর প্রীতি
নদীর দুকূলে নৌকোর স্মৃতি,
অ্যালবাম জুড়ে অচেনা মুখেরা
তারাও তো ছিল কারুর স্মৃতিতে,
অসীম বন্ধুপ্রীতি,
ক্ষিদের স্মৃতিতে খুদের গন্ধ
প্রাচীন অর্থনীতি।
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী,
অসাড় আষাঢ়ে অকুল পাথারে
স্মৃতির ও বিলাসে ভাসিনি,
ঘন মেঘে ঢাকা ..
বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি
ভিজে ওঠে অবরোধে,
রাস্তার স্মৃতি সারমেয় ভীতি
জেগে থাকে অপরাধে।
তোমার যাওয়ার পথ ভরেছে
স্মৃতিদের হাহা রবে,
বহু রাত একা জেগেছে প্রকৃতি
চোরের উপদ্রবে।
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী,
ভিড়ে মিশে থাকা, স্মৃতিদের পাখা
পরাজিত এক বাহিনী।
তোমার যাওয়ার পথ ভরেছে
স্মৃতিদের হাহা রবে,
বহু রাত একা জেগেছে প্রকৃতি
চোরের উপদ্রবে।