Hey Nutan Dekha Dik Lyrics Rabindra Sangeet Sung by Swagatalakshmi Dasgupta. Bengali New Year, Pohela Boishakh And Pochishe Boishakh Special Bengali Song Hey Nutan Dekha Dik Song Lyrics are penned by Rabindranath Tagore. Same Rabindra Jayanti Song Is Sung by Pankaj Kumar Mallick, Indrani Sen, Aditi Chakraborty And Many Various Artists In Their Own Way.
Hey Nutan Dekha Dik Song Details :
- Song : Hey Nutan Dekha Dik Aar Bar
- Lyrics : Rabindranath Tagore
- Singer : Swagatalakshmi Dasgupta
- Parjaay : Anushthanik Sangeet-17
- Raag : Bhairavi
- Taal : Kaharwa
- Label : Saregama India Ltd
Hey Nutan Dekha Dik Lyrics In Bengali :
হে নূতন, দেখা দিক আর-বার
জন্মের প্রথম শুভক্ষণ,
তোমার প্রকাশ হোক
কুহেলিকা করি উদঘাটন,
সূর্যের মতন,
তোমার প্রকাশ হোক
কুহেলিকা করি উদঘাটন,
সূর্যের মতন,
হে নূতন, দেখা দিক আর-বার
জন্মের প্রথম শুভক্ষণ।
রিক্ততার বক্ষ ভেদি
আপনারে করো উন্মোচন,
রিক্ততার বক্ষ ভেদি
আপনারে করো উন্মোচন,
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক –
তোমামাঝে অসীমের চিরবিস্ময়,
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক –
তোমামাঝে অসীমের চিরবিস্ময়।
উদয়দিগন্তে শঙ্খ বাজে
মোর চিত্তমাঝে,
উদয়দিগন্তে শঙ্খ বাজে
মোর চিত্তমাঝে,
চিরনূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ।
হে নূতন,
হে নূতন, দেখা দিক আর-বার
জন্মের প্রথম শুভক্ষণ,
তোমার প্রকাশ হোক
কুহেলিকা করি উদঘাটন,
সূর্যের মতন,
তোমার প্রকাশ হোক
কুহেলিকা করি উদঘাটন,
সূর্যের মতন,
হে নূতন, দেখা দিক আর-বার
জন্মের প্রথম শুভক্ষণ।