‘Batighor (বাতিঘর) song Lyrics’, translates to ‘the lighthouse’ is a song written by Ziaur Rahman Zia during the band’s visit to a lighthouse in Deauville. This song is dedicated to all those figures who stand there for their loved ones no matter what. Just like the lighthouse taking all those waves on it and still stands there to lit up for those in need. Thanks to the band’s lead guitarist Dipu Sinha, who tuned this beautiful masterpiece.
Batighor Lyrics:
কতটা একা বাতিঘর?
আলোর সরলরেখা চলে কতদূর?
কতটা ম্লান অভিমান?
স্মৃতিময়, কত ঢেউ গুনে সব সয়ে
এখনও একা বাতিঘর।
নিরবে দাঁড়িয়ে ধুসর
কতটা একা বাতিঘর?
স্মৃতিময়, কান্নার রঙে সব সয়ে
এখনও একা একা…
…
তাই রাত জেগে কেউ অযথাই
নিরবে ধীরে ধীরে চুপিচুপি দূরে সরে যাই
তাই রাত জেগে কেউ গান গাই
হৃদয়ে চুপিচুপি একা একা স্বপ্ন সাজাই
কতকাল একা বাতিঘর।
মেলেনা ঢেউ গুনে বেহিসাবি ঝড়
কতদিন একা একা সব চুপচাপ সয়ে যাই
নিরবে অযথাই।
…
একা দাঁড়িয়ে বাতিঘর
নিরবে কতটা ধূসর?
স্মৃতিময়, কত রাত জেগে সব সয়ে
এখনও একা বাতিঘর।
স্মৃতিময়, নির্বাক একা সব সয়ে
এখনও একা বাতিঘর।
স্মৃতিময়, কত ঢেউ গুনে সব সয়ে
এখনও একা বাতিঘর।
স্মৃতিময়, কান্নার রঙে সব সয়ে
এখনও একা একা।