Phire Esho Lyrics – Anupam Roy – Pradhan

139
Phire Esho Song Lyrics

Phire Esho Lyrics Bengali Song Is Sung by Anupam Roy from Pradhan Bengali Movie. Featuring Dev, Soumitrisha Kundu, Paran Bandyopadhyay And Mamata Shankar. Music Composed by And Phire Esho Lyrics In Bengali Written by Anupam Roy. Pradhan Bengali Film Directed by Avijit Sen.

  • Song : Phire Esho
  • Film : Pradhan
  • Vocal, Music & Lyrics : Anupam Roy
  • Director : Avijit Sen
  • Presenter : Atanu Raychaudhuri
  • Producer : Bengal Talkies, Dev Entertainment
  • Ventures And Pranab Kumar Guha
  • Label : Saregama Bengali

Phire Esho Song Lyrics In Bengali :

তোমার এ জীবন থেকে
কতটা সময় ঝরে গেছে, ঝরে গেছে,
ফুরিয়ে যাওয়ার আগে
যুদ্ধ জেতা বাকি আছে, বাকি আছে।
তুমি মরে যাও, মরে যাও
দিয়ে বেঁচে ওঠো আবার,
দেখো কিছু নতুন লাগে কি,
তুমি ভুলে যাও, ভুলে যাও
দিয়ে শুরু করো আবার,
দেখো তোমার ভালো লাগে কি।

তাই ফিরে এসো, ফিরে এসো
আকাশের ঝড় হয়ে,
যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।
তাই ফিরে এসো, ফিরে এসো
তুমি প্রতিবাদ হয়ে,
শত যন্ত্রণার অনুবাদ হয়ে,
এ পৃথিবী তোমাকেই চায়।

তোমার দুঃখ আমি
চিনতে পারলেও বুঝবো কি করে,
সে তো তোমাকেই, লিখতে হবে
অক্ষরে, অক্ষরে, অক্ষরে।
তোমার কষ্ট তুমি
আর কতদিন বয়ে বেড়াবে,
জানলা খুলে দাও, কেউ তো এসে
দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে।

তুমি মরে যাও, মরে যাও
দিয়ে বেঁচে ওঠো আবার,
দেখো কিছু নতুন লাগে কি,
তুমি ডুবে যাও, ডুবে যাও
দিয়ে ভেসে ওঠো আবার,
দেখো কিছু বদলে গেছে কি।

তাই ফিরে এসো, ফিরে এসো
আকাশের ঝড় হয়ে,
যেন হেরে গিয়ে সাপে বর হয়ে।
তাই ফিরে এসো, ফিরে এসো
তুমি প্রতিবাদ হয়ে,
শত যন্ত্রণার অনুবাদ হয়ে,
এ পৃথিবী তোমাকেই চায়।

Previous articleHoyechhe Boli Ki Shon Lyrics – Pradhan – Shreya Ghoshal
Next articlePorer Jayga Porer Jomin Lyrics – Joler Gaan