Pori Paichi Re Lyrics – পরী পাইছি রে লিরিক্স – Syed Omy

19
Pori Paichi Re Lyrics

Pori Paichi Re Lyrics Bengali song This music video, which features the gorgeous Achol Akhe, is filled with genuine emotions, exciting choreography, and amazing images.

Pori Paichi Re Song Details :

  • Song Name: Pori Paichi Re
  • Singer: Syed Omy
  • Lyrics: Salahuddin Shagar
  • Tune: Syed Omy

Pori Paichi Re In Bengali :

আমার টিনের ঘরে আকাশ থাইকা
নামছে পরী রে
তারে যতো দেখি মনটা ভইরা
প্রেমে পড়ি রে।

আমার টিনের ঘরে আকাশ থাইকা
নামছে পরী রে
তারে যতো দেখি মনটা ভইরা
প্রেমে পড়ি রে।

আমি বড়ই ভাগ্যবান
ঈশ্বর তোরে করছে দান
তার লাগি এই জগতে আমি আইছিরে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরী পাইছিরে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছিরে।

আমি মাটির বুকে ডানা ছাড়া পরী পাইছিরে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছিরে

রোদে পুড়ে রোজ দুপুরে
বাড়ি যখন ফিরি
হাসি দিয়া আদর কইরা
বসতে দেয় রে পিড়ি হায় বসতে দেয় রে পিড়ি

রোদে পুড়ে রোজ দুপুরে
বাড়ি যখন ফিরি।
হাসি দিয়া আদর কইরা
বসতে দেয় রে পিড়ি

আমি বড়ই ভাগ্যবান
ঈশ্বর তোরে করছে দান
তার লাগি এই জগতে আমি আইছিরে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছি রে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছি রে

ঐ নরম হাতে গরম ভাতে
মাছের ঝোল মাখায়
উইড়া যায় সব মনের ক্লান্তি
যখন সে তাকায় রে যখন সে তাকায়।

ঐ নরম হাতে গরম ভাতে
মাছের ঝোল মাখায়
উইড়া যায় সব মনের ক্লান্তি
যখন সে তাকায় রে যখন সে তাকায়।

আমি বড়ই ভাগ্যবান
ঈশ্বর তোরে করছে দান
তার লাগি এই জগতে আমি আইছিরে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছি রে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছি রে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছি রে

আমি মাটির বুকে ডানা ছাড়া পরি পাইছি রে
আমি মনে মনে এমন একখান মানুষ চাইছি রে

Previous articleBhulona Amay Lyrics – ভুলোনা আমায় লিরিক্স – Kona – Avraal
Next articlePremer Dokandarr Lyrics – প্রেমের দোকানদার – Akassh – Kona