Bhulona Amay Lyrics bengali song Bhulona Amay Singer : Kona & Avraal Sahir Lyrics : Ahmed Risvy Tune & Music : Avraal Sahir Drama : Bhulona Amay Director : Jakaria Showkhin.
Bhulona Amay Song Details :
- Song: Bhulona Amay
- Singer : Kona & Avraal Sahir
- Lyrics: Ahmed Risvy
- Tune & Music : Avraal Sahir
- Drama: Bhulona Amay
- Director: Jakaria Showkhin
Bhulona Amay Lyrics In Bengali :
তোমার হাওয়ায় উড়া চুল
কানে রঙিন দুল
মিষ্টি যত ভুল
ভালো লাগে আমায়
তোমার অবুঝ অভিমান
মায়ার পিছুটান প্রিয় মৃদু গ্রাণ
ভালো লাগে আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
পাশে থেকো চিরদিন ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
তুমি আছো হৃদয়ে সবটা জুড়ে
তোমার ছায়া আমায় রাখে ঘিরে
যত আসুক বাঁধা নামুক আঁধার
ছিন্ন হবে না প্রেম তোমার আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
পাশে থেকো চিরদিন ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
জোসনার আচ্ছা যে তোমারই আলোয়
হৃদয় জুড়ে নামে সুখেরই প্রলয়
একটাই পৃথিবী তুমি জীবন আমার
তোমার মত প্রিয় কেউ তো নেই আর
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
পাশে থেকো চিরদিন ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়