Porimiti Song Is Sung by Tahsan from Nei Bengali Album Song. Music Composed by Tahsan Khan. Ami Ordher Cheye Beshi Lyrics In Bengali Written by Arthik Sazib.
- Song : Porimiti
- Album Name : Nei
- Singer : Tahsan
- Lyrics : Arthik Sazib
- Tune & Music : Tahsan
- Label : G Series
Porimiti Song Lyrics
আমি অর্ধের চেয়ে বেশি,
ভাঙার চেয়ে ভালো
ছিন্নের তরে অন্ধের কালো,
আমি শূন্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি,
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প।
নারা রারা রা…
আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,
আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।
মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,
বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।
আমি অল্প স্বল্প গল্প কথক
যুদ্ধে জিতেও আমি হারা অশোক,
তীর হলেও নিশানা ব্যর্থ
বোকা আমি এটাই ধূর্ত।
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প
পণ্য অতি নগণ্য, আমার তুল্য মূল্য স্বল্প
দারারারারা, তা তারারারা
দারারারারা, তারারারারা
আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,
আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।
মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল,
বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি।