Premer Karigor Lyrics In Bangla from Mon Mondire Bengali Drama. The Song Is Sung by Imran Mahmudul. Starring: Manoj And Nabila.
- Song: Premer Karigor
- Drama: Mon Mondire
- Singer: Imran Mahmudul
- Music & Tune: Sajid Sarker
- Lyrics: Shomeshwar Oli
- Director: Mizanur Rahman Aryan
- Label: Cd Choice
Premer Karigor Lyrics :
আমি না হয় করেছি ভুল
তাই বলে কি ফুটবে না ফুল
গাইবে না কি ওই পাখি গান
নদীতে কী আসবে না বান
চাঁদের আলো আর তারা
সাজাবে না কি ওই আসমান।
কেন একটি ভুলে ভেঙে যাবে দুটি অন্তর
মনে মনে দাও হে জোড়া প্রেমের কারিগর (x2)
আমার চোখের মাঝে, সকাল সাঁঝে
স্মৃতির ধূলো উড়ে আসে
কান্না শেষে আবার আমি
বসে থাকি নোনা জলের পাশে।
কেন একটি ভুলে ভেঙে যাবে দুটি অন্তর
মনে মনে দাও হে জোড়া প্রেমের কারিগর (x2)
আমার সকল কাজে, মনের ভাঁজে
কিসের ব্যথা জেগে ওঠে
শূণ্য ফাঁকা শহর জুড়ে
কারে ডেকে যেন হৃদয় ছোটে।
কেন একটি ভুলে ভেঙে যাবে দুটি অন্তর
মনে মনে দাও হে জোড়া প্রেমের কারিগর।..