Priyotoma Lyrics – Shironamhin Band

The song ‘Priyotoma Lyrics’ written by Ziaur Rahman and composed by Kazy Ahmad Shafin is a ballad that describing someone’s pain when someone has to say last goodbye to his/her loved one.

  • Song: Priyotoma
  • Lyrics: Ziaur Rahman
  • Composed: Kazy Ahmad Shafin

Priyotoma Lyrics

প্রিয়তমা, চোখে চোখ রেখে
কথা হোক নিরবে
কিছু কথা এভাবেই নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট,
অজস্র বেলীফুল হাতে অভিমান,
ম্রিয়মাণ বিকেলে
পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
দিনের শেষে?

সেই বিকেলে, বৃষ্টির জলে
অভিমান মাখা খেয়ালে,
তুমিও কি ভেঙেছিলে?
আকাশে, নিরব নি:শ্বাসে
নীলকন্ঠ মেঘ হয়ে আসে
তোমার দীর্ঘশ্বাস।।

আকাশ জুড়ে তারাজ্বলা মিছিলে
তোমার খেয়াল,
তোমার হৃদয় জুড়ে শুকনো রঙের
দেয়াল,
নিরবে…
হাজার রাতের বিষাদের শহরে
তুমিও ছিলে
তোমার পৃথিবীতে,
বিষন্ন নিভৃতে, আড়ালে
সেই না বলা কথার মাঝেই
তোমার ঠিকানা অজানা
ঠিকানা খুঁজে ফিরি চোখে চোখে
তারাদের মিছিলে।

এই চোখে চোখ রেখে
প্রিয়তমা নিরবে
আরও কিছু কথা হোক নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট,
অজস্র মেঘ হয়ে যাক অভিমান,
ম্রিয়মাণ বিকেলে
আকাশের নীল নীল স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
শেষ বিকেলে

Previous articleCholna Sujon Lyrics – চলনা সুজন লিরিক্স – Ahmmed Humayun
Next articleAmar Lagi Tomar Bari Golapo Lagaio Lyrics – Tafsir Sharon
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.