Projapati Title Track Lyrics Bengali Song Is Sung by Ankita Bhattacharya And Snigdhajit from Projapati Bengali Movie. Projapati Title Track Song Lyrics Are Written by Prosen. Starring Mithun Chakraborty, Dev, Koushani Mukherjee, Sweta Bhattacharya And Others. Music Composed by Rathijit Bhattacharjee.
- Song Name : Projapati Title Song
- Singer : Ankita Bhattacharya And Snigdhajit Bhowmik
- Music Director : Rathijit Bhattacharjee
- Lyricist : Prosen
- Director : Avijit Sen
- Composition, Arrangement And Programming : Rathijit
- Additional Programming : Shamik Chakraborty
- Mix And Master : Subhadip Mitra
- Recordist : Goutan Basu And Soumen Paul
- DOP : Gopi Bhagat
- Presenter : Atanu Raychaudhuri
- Producer : Bengal Talkies, Dev Entertainment
- Ventures And Pranab Kumar Guha
- Music Label : Saregama India Ltd, A RPSG Group Company
Projapati Title Track Lyrics In Bengali :
সে প্রজাপতির মতো উড়ে যায়
তার মতিগতি বাপু বোঝা দায়,
যেন এক প্রদীপেতে ভরা জীন সে
খুব নাটকীয় এক সিন সে।
যদি কেউ বিয়ের ফাঁদে পড়তে চাও
তাহলে নির্বিবাদে তার কাছে সে কথা জানাও।
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।
প্রজাপতির পাখায় কত স্বপ্ন যাচ্ছে উড়ে
পক্ষীরাজের ঘোড়ায়
আমরা একে একে দুইয়ে।
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।
হ্যাপি গো লাকি তার ডাকনাম
প্রচুর ধার বাকি সে স্বপ্নের গোলাম
জীবন জুড়ে দেওয়ার মতো সেলোটেপ
দেখো আকাশ পথে মেঘের রথে এলো কে
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো,
এ কাহিনী, এ জীবনী
এ কাহিনী জীবনী সে নিজেরই মতো।