Prosthan-2 Lyrics by Shohortoli

Prosthan-2 Lyrics song is Bangladeshi Popular Band Shohortoli Band. “SHOHORTOLI” was formed in 2004. During that period it had no name! In 2005, it got a name which is “SHOHORTOLI“! Back Then – it was a 3 member band which now has 5 members in it’s family.

Song : Prosthan 2 (Bishadsindhu)

  • Album: Ekhon. Ekhane…
  • Band: Shohortoli
  • Band Manager : Ashraf Shifat
  • Sound studio : DockYard
  • Music Produced by : Setu Chowdhury
  • Production : Idee pAd
  • Cast : Reazul Rizu, Sharmeen Akhee
  • Story : Tapan Mahmud Cinematography,
  • Edit & Color : Afzal Hossain Munna

Prosthan-2 Bangla Song Lyrics

চোখে ধরে ছায়াপথ, চেয়ে রবে কতপথ
জানালার শিকে, তোমার চাহনি ফিকে
বিষাদ-সিন্ধু লেখো নীরবে…
 
বুকে ধরে ভিসুভিয়াস, মিটবে না এই পিয়াস
সূর্য কি ভিজতে পারে সাগরের জলে?
 
কথন:
 
কতটা কাতর হতে পারো এই প্রস্থানে?
প্রতীক্ষার শেকড়-প্রোথিত অতলান্তিক অনিশ্চয়তায়,
কতগুলো অপেক্ষার কবর দিলে?
হিমালয়সম-আত্মার আত্মহুতি কি হয় বারান্দার বনসাইয়ে!
ইথারে পেতোনা কান, ফিস্-ফিসানির বান, আস্টেপৃষ্ঠে বাঁধবে তোমায়।
ভুলেও যেওনা পুরোনো নীল খামের গন্ধ নিতে,
এক-একটা নি:শ্বাস খুন করবে তোমায়, যত্ন করে।
বাড়িয়ে মায়ার হাত, দিয়োনা আর ডাক
মায়াবী শব্দ, বাসা বাঁধবে, গিরিখাতে
ঘুরে-ঘুরে আসবে ফিরে…
 
খসে পড়া তারার খবর রাখেনা কভু আকাশ,
দীর্ঘনিশ্বাস মেলায় কি বাতাসে?
 
কথন:
 
শোনো, পৌন:পুনিকের মতো ভবঘুরে হয়োনা কখনো,
বিচার ছাড়াই শূলে চড়বে প্রতিদিন, নিয়ম করে!
মুঠোচিঠি বা মুখবই, কি-বোর্ডে ফোটা খই; অন্তর্জালে ফেলোনা জাল,
ঝাঁকে-ঝাঁকে পিরানহা-পিক্সেল গোগ্রাসে গিলবে তোমায়।
শুধু সাজাপ্রাপ্ত কয়েদীর মতো দেয়ালে হিসেব রাখো,
শতায় সাধুর ন্যায় ধ্যানমগ্ন হও;
যাই বলিনি, বলেছিলাম আসছি;
 
হ্যাঁ, আসছি…
বুকে ধরে ভিসুভিয়াস, মিটবে না এই পিয়াস
সূর্য কি ভিজতে পারে সাগরের জলে?
খসে পড়া তারার খবর রাখেনা কভু আকাশ,
দীর্ঘনিশ্বাস মেলায় কি বাতাসে?
Previous articleTui Boro Beiman Re Bondhu Lyrics Samz Vai
Next articleKichu Lyrics Minar Rahman Song
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.