Tui Boro Beiman Re Bondhu Lyrics Samz Vai

Tui Boro Beiman Re Bondhu Lyrics Song Is Sung by Samz Vai Bengali Song 2020.Presenting Samz Vai song tui boro beiman re bondhu, bangla song exclusively only on eagle music’s special music video channel “Eagle music video station”. Just enjoy samz vai new song 2020 and share with your loved one’s.

Tui Boro Beiman Re Bondhu Lyrics by Samz Vai :

  • Song: Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু)
  • Singer: Samz Vai
  • Lyrics & Tune: Samz Vai
  • Guitar: Shihab Rayhan
  • Music: Ankur Mahamud
  • DoP: Rajon Romm
  • Edit: Imratul Islam
  • Color: Shamim Hossain
  • Story: Eagle Team
  • Label: Eagle Music
  • Directed by Eagle Team

Tui Boro Beiman Re Bondhu Lyrics In Bengali :

আমার সাধের রঙিন স্বপ্নো গুলা
কাইড়া নিলো কে,
আমারে ভুইলা গিয়া
ভালোই আছে সে।
আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে,
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে।

তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

ও.. কাটছে সময় ব্যস্ত সুখে
মগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়
চলিস কার ইশারায় ?
যায়না ভোলা কোনো স্মৃতি
কেমনে পারলি তুই?
এখন মনের দুঃখ, মনের কথা
করে আমি কোই ?

যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে
আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে।

তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া
কি পেলাম তোরে ভালবাসিয়া,
আমার এ মন জানে
কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে।
ভালোবেসে তোরে
অবশেষে রইলাম আমি একা ঘরে,
দিন কাটেনা রাত নির্ঘুম তোর ভাবনায়
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায় রে,
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায়।

তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো-প্রান,
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

Previous articleAmake eka Rekhe lyrics Minar Rahman | Antu | Papia
Next articleProsthan-2 Lyrics by Shohortoli
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.