Pushpa Pushpa Lyrics In Bengali (পুষ্পা পুষ্পা) Pushpa 2

49
Pushpa Pushpa Lyrics In Bengali

Pushpa Pushpa Lyrics In Bengali Sung by Timir Biswas from Pushpa 2. Starring Allu Arjun, Rashmika Mandanna, Fahadh Faasil And Many More. This Song Is Written by Srijato Bandopadhyay and Music Composed by Devi Sri Prasad. Pushpa 2 The Rule Film Directed by Sukumar Bandreddi And Produced by Naveen Yerneni And Ravi Shankar Yalamanchili.

  • Song : Pushpa Pushpa (Bengali)
  • Film : Pushpa 2 The Rule
  • Singer : Timir Biswas
  • Music : Devi Sri Prasad (DSP)
  • Lyricist : Srijato Bandopadhyay
  • Story, Screenplay And Direction : Sukumar Bandreddi
  • Cinematographer : Miresłow Kuba Brożek
  • Producers : Naveen Yerneni And Ravi Shankar Yalamanchili
  • Label : T-Series Bangla

Pushpa Pushpa Song Lyrics In Bengali :

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পারাজ।

তুমি দাড়িতে হাত বোলালে
এই দেশটা কেঁপে ওঠে,
পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পারাজ,
তুমি কাঁধ উঁচিয়ে হাঁটলে
দুনিয়ার মাটি টলমল করে,
পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পা,
তুমি উঠে যদি দাঁড়াও
আরও উঠতে হয় আকাশ কে,
পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পা,
সাগর খুঁড়তে হবে আরও যদি
মাপতে হয় তোমাকে,
পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পা।

তুমি হয়ো না সেই চড়াই
যে খুব বৃষ্টিতে ভিজেছে
ভেজা পাখনা তোমার এমনটা তো নয়,
তুমি বাজপাখি বা ঈগল হয়ে
মেঘের উপর দিয়ে উড়লে,
বৃষ্টিকেও তোমার পায়ে
নিজের মাথা রাখতে হয়।

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পারাজ ..

পুষ্পা জানে অনেক কিছুই
কিন্তু কেবল জানে না –
ভয়-ডর পাওয়া, ব্যর্থতা বা,
জানে না পিছনে হাঁটা, থমকে যাওয়া।

পুষ্পার আছে অনেক কিছুই
তবুও তার যা যা নেই –
ভয়হীন বিন্দাস, নেই দুঃশ্চিন্তা
তাকে যে হারাবে এমন কেউ নেই,
বাধা ও নেই তার।

হেই করো প্রণাম ভগবান কে
কুর্নিশ রাখো গুরুর জন্য,
পা ছুঁয়ে নাও নিচু হয়ে মা’র।
মাথা নিচু করলে চাকর
মাথা তুললে তুমি রাজা,
তোমার চলনটাই তোমার মুকুট
পৃথিবী আর রাজ্য তোমার।

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পারাজ ..

যদি কখনো সে পায়ের উপর
পা তুলে বসে,
তবে সামান্য এক পাথর ও হয়
সিংহাসন যে হায়,
আর সত্যিকারের সব সিংহাসন
পাথর হয়ে যায়।

যদি সে তোমাকে কথা দেয়
হাতে হাত রেখে,
তার প্রতিশ্রুতি যেন ঠিক
বন্ধুকের বুলেট,
তাই একবার যদি বেরোয় ফেরত
আসে না ভুলে।

হে কেউ কিছুই নয় তোমার সামনে
তোমার ওপরেও তাই কেউ নেই,
নিজেই নিজের হও তুমি নায়ক
তাই নেই পরোয়া কে কি বললো,
কেউ তোমাকে মানলো কিনা
তোমার যদি দম থাকে তো
ব্র্যান্ড ও তোমার নামেই হোক।

পুষ্পা পুষ্পা পুষ্পা পুষ্পা
পুষ্পা পুষ্পা পুষ্পারাজ ..

Previous articleAhare Shoishob Lyrics (আহারে শৈশব) Saif Zohan
Next articleBisorjoner Betha Lyrics (বিসর্জনের ব্যথা) Mithun – Deyaler Desh