Raat Kate Nirghum Lyrics – Sammam – Pritom

42
Raat Kate Nirghum Lyrics

Raat Kate Nirghum Lyrics Bengali Song Is Sung by Sammam Junaid And Pritom Hasan. This Bengali Video Song Directed by And Director Of Photography by Saqeeb Niloy. Music Composed by Pritom Hasan. Raat Kate Nirghum Lyrics In Bengali Written by Pritom Hasan.

Raat Kate Nirghum Song Details :

  • Song : Raat Kate Nirghum
  • Singer : Sammam Junaid And Pritom Hasan
  • Tune, Composition And Lyricist : Pritom Hasan
  • Lyric Translation : Sammam Junaid
  • Director And DoP : Saqeeb Niloy
  • AD : Ahasanul Haque Pritom
  • Production Designer : Tamanna Tasmeem
  • Artwork : Rafiuzzaman Rhythom
  • Edit And Color : Saqeeb Niloy

Raat Kate Nirghum Lyrics In Bangla :

যদি রাত কাটে নির্ঘুম
জেনো আমি জেগে আছি,
হবো নিশি পাওয়া জোনাকি
কিংবা রাতের পাখি।

শুধু গল্প বলে বলে যাওয়া বৃথা সবই
হৃদয়ের আড়ালে,
তুমি জড়ো করে নিও নিজহাতে।

যদি রাত কাটে নির্ঘুম
জেনো আমি জেগে আছি,
হবো নিশি পাওয়া জোনাকি
কিংবা রাতের পাখি।

দেখো কত শত ভাঙা মন
আবারও ভালোবাসে,
তুমি ছুড়ে ফেলে স্মৃতি
ভাসো রাতেরই আকাশে।

আঁধার ঘেরা এ রাত
স্তব্ধ করে আবার,
তুমি আমাকে ভেবে নিও
আলোয় ভেঙে দেবার,
তোমায় ছাড়া এ পথ
হাঁটতে চাইনা আর,
তুমি না থাকলে পাশে
ভুল হয় বারেবার।

শুধু গল্প বলে বলে যাওয়া বৃথা সবই
হৃদয়ের আড়ালে,
তুমি জড়ো করে নিও নিজহাতে।

যদি রাত কাটে নির্ঘুম
জেনো আমি জেগে আছি,
হবো নিশি পাওয়া জোনাকি
কিংবা রাতের পাখি।

দেখো কত শত ভাঙা মন
আবারও ভালোবাসে,
তুমি ছুড়ে ফেলে স্মৃতি
ভাসো রাতেরই আকাশে,
তুমি ছুড়ে ফেলে স্মৃতি
ভাসো রাতেরই আকাশে।

Previous articleProshno Lyrics (প্রশ্ন) Arman Alif
Next articleSokhi Go Lyrics (সখি গো) Shreya Ghoshal – Alaap